আজ বিকেলে বসছে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১১:৫৭ এএম, বুধবার, ৩০ জানুয়ারী ২০১৯ | ৫৫০
একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ বিকেল ৩টায় বসছে । নতুন সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে সংসদ সচিবালয়ের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সংসদের আসন বিন্যাসও নির্ধারণ করা হয়েছে।


দশম সংসদের মতো এবারও বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে মহাজোটের শরিক জাতীয় পার্টি। গত ৯ জানুয়ারি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ একাদশ সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেন।