বেনাপোলে ভুয়া ক্যাপটেন আটক

বেনাপোল (যশোর) জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৯ এএম, বুধবার, ৩০ জানুয়ারী ২০১৯ | ৬৫০
বেনাপোল চেকপোষ্ট নোম্যান্সল্যান্ড থেকে একজন ভুয়া ক্যাপটেন আটক হয়েছে।
 
বুধবার সকাল ১০ টার সময় শাঙ্খলাল মজুমদার (২৬) নামে  এক যুবক ক্যাপটেন পারিচয় দিয়ে ভুয়া প্রমানিত হওয়ায় বিজিবি তাকে  আটক করে।
 
আটককৃত ব্যাক্তি বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার ধানসাগর গ্রামের শংকর মজুমদারের ছেলে।
 
৪৯ বিজিবি লে, কর্নেল আরিফুল হক বলেন, বেনাপোল নোম্যান্সল্যান্ড এলাকায় ঘোরাফেরার সময়  শঙ্খলাল মজুমদার নামে এক যুবককে বিজিবি সদস্যরা চলে যেতে বললে সে নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপটেন বলে পরিচয় দেয়। এসময় তাকে চ্যালেঞ্জ করলে সে ভুয়া ক্যাপটেন বলে স্বীকার করে।
 
আটককৃতকে বেনাপোল পোর্ট থানায় মামলা দিয়ে হস্তান্তর  করা হবে বলে তিনি জানান।