কালীগঞ্জে স্ত্রীর উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ
প্রকাশিত: ১২:২৭ পিএম, বৃহস্পতিবার, ১০ জানুয়ারী ২০১৯ | ৫৪৩

ঝিনাইদহে স্ত্রীর উপর অভিমান করে বুধবার আত্মহত্যা করেছেন আলফাজ উদ্দীন সাগর নামে এক যুবক। তিনি কালীগঞ্জ উপজেলার কোলা বরাট গ্রামের আব্দুর রহমান লস্কারের ছেলে।

জানা গেছে, মঙ্গলবার ঝিনাইদহ আদালতে একটি মারামারি মামলায় জামিন নিয়ে সাগর শ্বশুরবাড়ি একই উপজেলার তৈলকুপ গ্রামে যান। সেখানেই তিনি বিষপান করেন। সাগরের পরিবারের ধারণা স্ত্রীর উপর অভিমান করে হয়তো সাগর আত্মহত্যা করেছেন।

কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি আনিছুর রহমান মিঠু মালিথা জানান, সাগর তাদের দল করে। মঙ্গলবার একসাথে তারা চা বিস্কুটও খেয়েছেন।

কালীগঞ্জ থানার ওসি ইউনুস আলী খবরের সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে বুধবার বিকালে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।