নাটোরে দুঃস্থদের মাঝে সরকারের শীতবস্ত্র বিতরণ

নাটোর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০২:৫৪ পিএম, মঙ্গলবার, ৮ জানুয়ারী ২০১৯ | ৬৪৬

নাটোরের বড়াইগ্রামে রাতের আঁধারে শীতার্ত ও সুবিধা বঞ্চিত আদিবাসীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন নাটোরের জেলা প্রশাসক মোহাম্মাদ শাহরিয়াজ।

সোমবার রাতে উপজেলার জোড়ায়ী ইউনিয়নের কুমরুল গ্রামের আদিবাসিদের মাঝে তিনি ১২০ টি কম্বল বিতরণ করেন। উপজেলা প্রশাসনের আয়োজনে কম্বল বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. রাজ্জাকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ, নেজারত ডেপুটি কালেক্টরেট অনিন্দ মন্ডল, নাটোর জেলা প্রেসক্লাব সভাপতি মাহফুজ আলম মুনি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম রব্বানী ও স্থানীয় ইউপি সদস্য ডা. ফেরদৌস উল আলম উপস্থিত ছিলেন।

এ সময় জেলা প্রশাসক বলেন, সরকার আদিবাসিদের বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে। আগামী দিনে তাদের জীবনমানের উন্নয়নে নানামুখী কাজ করা হবে।