গোপালপুরে মাছ ধরতে গিয়ে প্রবাসীর মৃত্যু

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৫৬ পিএম, রোববার, ৬ জানুয়ারী ২০১৯ | ৫৪৩

টাঙ্গাইলের গোপালপুরে মাছ ধরতে গিয়ে আজগর আলী (৫০) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে মির্জাপুর ইউনিয়নের বরশিলা বিলে মাছ ধরার সময় এ দূর্ঘটনা ঘটে। সে বরশিলা গ্রামের ভাদাইআটা দারোগ আলীর প্রবাস ফেরত ছেলে। গোপালপুর থানার এস আই হান্নান মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

জানা যায়, শনিবার দুপুরে নিহত আজগর আলী জাঁকিজাল নিয়ে বড়শিলা বিলে মাছ ধরতে যান। এসময় বুকের ব্যথায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা ধরাধরি করে প্রথমে তাকে বাড়ীতে নিয়ে আসেন। পরে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।