হাটখোলা থেকে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ০৬:১৫ পিএম, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০১৭ | ৫২২

ঝিনাইদহ শহরের পুরাতন হাটখোলা এলাকা থেকে ফেন্সিডিলসহ রোকন (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য অধিদপ্তর।

বৃহস্পতিবার সকালে তাকে আটক করা হয়। সে ওই এলাকার মৃত মকছেদ আলীর ছেলে।

ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক রাসেল আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে শহরের পুরাতন হাটখোলা এলাকায় মাদক ব্যবাসায়ীরা মাদক ক্রয়-বিক্রয় করছে।

এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৬ বোতল ফেন্সিডিলসহ রোকনকে আটক করা হয়। রোকন ওই এলাকায় দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিল বলে জানান তিনি। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি মামলা হয়েছে।