ধনবাড়ীতে আলুবীজ মাঠ পরির্দশন

হাফিজুর রহমান
প্রকাশিত: ০৪:৫৫ পিএম, বুধবার, ৫ ডিসেম্বর ২০১৮ | ৫৫৮

টাঙ্গাইলের ধনবাড়ীর বলদীআটাস্থ বিএডিসি মালতী আলুবীজ হিমাগারের প্রান্তিক পর্যায়ের চাষীদের বীজ আলুর ক্ষেত বুধবার (৫ ডিসেম্বর১৮) মাঠ পর্যায়ে পরিদর্শন করেছে বি এডিসির উর্ধ্বতন ও স্থানীয় কর্মকর্তারা ।

উপ-পরিচালক (মাননিয়ন্ত্রন) আলুবীজ বিভাগ ঢাকা’র এ.এস.এম খাইরুল হাসান, জামালপুর আলুবীজ হিমাগারের উপ-পরিচালক প্রিয়তোষ রায়, মধুপুর বিএডিসি আলুবীজ হিমাগারের উপ-পরিচালক অনুপ সেন, বিএডিসি মালতী আলুবীজ হিমাগারের উপ-পরিচালক ড. এবিএম গোলাম মনছুর, সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম এরা দিনব্যাপী চাষীদের বিভিন্ন ব্লকে সরজমিনে গিয়ে পরিদর্শন করেন।

এসময় কর্মকর্তাগন চাষীদের মাঝে বীজ আলু রোপন কার্যক্রম ও গুনগতমান ঠিক রাখার প্রয়োজনীয় দিকনির্দেশনা মূলক পরামর্শ দেন।

এসময় স্থানীয় চাষী নল্যা রামকৃষ্ণবাড়ী বøকের বøক লিডার চাষী মীর হুমায়ুন হীরা মিয়া, আনোয়ার ইসলাম, পাপন মিয়া সহ আরো অনেক চাষী উপস্থিত ছিলেন।