জোট প্রার্থীদের জন্য যে কয়টা আসন ছাড়ছে আ.লীগ

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৩:৩০ পিএম, মঙ্গলবার, ২০ নভেম্বর ২০১৮ | ৫৩৭
ফাইল ছবি
 
আগামী নির্বাচনে ৬৫ থেকে ৭০টি আসন জোট প্রার্থীদের ছাড়বে আওয়ামী লীগ।
 
মঙ্গলবার (২০ নভেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।

এ সময় তিনি আরো জানান, বিদেশিদের ওপর ভর করে নয়, দেশের জনগণের উপর আস্থা আছে আওয়ামী লীগের। এর আগে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠক করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, 'দলীয় মনোনয়ন পর্ব আমরা শেষ করেছি। এখন সিট ভাগাভাগি নিয়ে আলাপ  হচ্ছে।'