তারেকের বিরুদ্ধে ইসিতে অভিযোগ দিল আ.লীগ

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৭:৩৪ পিএম, রোববার, ১৮ নভেম্বর ২০১৮ | ৫১৫
 
দণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেয়ায় কমিশনে লিখিত অভিযোগ করেছে আওয়ামী লীগ।


প্রতিনিধি দলটি ইসি সচিব হেলালুদ্দীন আহমদের কাছে লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগ জমা দেয়া শেষে ফারুক খান সাংবাদিকদের জানান, তারেক রহমান নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন।

এর আগে, আজ সন্ধ্যায় প্রতিনিধি দলের দলের সদস্যরা ইসিতে যান।