শার্শায় একটি বিদেশী পিস্তল ও ম্যাগজিনসহ অস্ত্র ব্যবসায়ী আটক

বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৫২ পিএম, বুধবার, ১৪ নভেম্বর ২০১৮ | ৫২৪

যশোরের শার্শায় একটি বিদেশী পিস্তল ও ম্যাগজিনসহ রফিকুল ইসলাম (৩০) নামে এক যুবককে আটক করেছে শার্শা থানা পুলিশ।

বুধবার (১৪ নভেম্বর) সকালে শার্শা থানার সোনাতনকাঠী মিস্ত্রী পাড়া থেকে তাকে আটক করা হয়। আটক রফিকুল ইসলাম কায়বা রাড়িপুকুর গ্রামের সিদ্দিকুর রহমান ছেলে।

এ বিষয়ে শার্শা থানা পুলিশের এসআই আবুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, সোনাতনকাঠি গ্রামে অস্ত্র বেচাকেনা হচ্ছে। এমন সময় সেখানে অভিযান চালিয়ে রফিকুল ইসলাম নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

শার্শা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মসিউর রহমান জানান, আটক রফিকুলের নামে থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে এবং বুধবার দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে ।

 /নাজমুল হোসেন