বেনাপোলে ১০৬৮ বোতল ফেন্সিডিল উদ্ধার আটক-১

বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত: ১০:১৪ এএম, সোমবার, ৫ নভেম্বর ২০১৮ | ৬৭৩

বেনাপোল সীমান্ত থেকে বিপুল পরিমান ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে ২১ বিজিবি সদস্যরা।

২১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি খুলনা’র অধিনায়ক ইমরান উল্লাহ সরকার সাংবাদিকদের জানান, অদ্য ৪ নভেম্বর বিজিবি’র একটি টহল দল বিভিন্ন সময় পৃথক অভিযান চালিয়ে বারোপোতা চারা বটতলা থেকে ৫৮৯ বোতল,খলসি বাজার থেকে ৪৬৮ বোতল এবং পুটখালী গরু খাটাল থেকে ১১ বোতল ফেন্সিডিল সহ মন্টু সর্দার(৩০)নামে এক মাদক বিক্রেতাকে আটক করে।

আটক মন্টু সর্দার পুটখালী কামারবাড়ী গ্রামের মুজাম সর্দারের ছেলে। ১১ বোতল ফেন্সিডিল সহ মন্টু সর্দারকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।