লক্ষ্মীপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০১:৩১ পিএম, বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮ | ৫৩২
লক্ষ্মীপুরের রায়পুরে সাড়ে তিন হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
 
বৃহস্পতিবার সকালে পৌর শহরের মধুপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো ওই গ্রামের শরীফ হোসেন ও ও মনিরুল ইসলাম।
 
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একে এম আজিজুর রহমান মিয়া জানান, অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরে তারা মাদকব্যবসার সাথে জড়িত রয়েছে বলে জানান ওসি।