মইনুল হোসেনকে কারাগারে প্রেরণের নির্দেশ আদালতের

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০১:৩১ পিএম, মঙ্গলবার, ২৩ অক্টোবর ২০১৮ | ৫১০

মানহানির মামলায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে কারাগারে প্রেরণের  নির্দেশ দিয়েছেন আদালত। 

মঙ্গলবার দুপুরে সিএমএমের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম কায়সারুল ইসলাম তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

এর আগে দুপুর ১টার দিকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয় থেকে তাকে আদালতে তোলা হয়।  পরে মামলার শুনানি শেষে আগামীকাল আদেশের দিন ধার্য করে তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন আদালত।

গতকাল সোমবার রাত ৯টা ২৫ মিনিটে রাজধানীর উত্তরায় জেএসডি নেতা আ স ম আবদুর রবের বাসা থেকে তাকে গ্রেফতার করে। ডিবি পুলিশের একটি দল। আটকের পরপরই ব্যারিস্টার মইনুলকে গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়। তাকে সেখানে জিজ্ঞাসাবাদও করা হয়।