সিরাজগঞ্জে সংঘবদ্ধ ছয় জলদস্যু আটক

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৪:১৫ পিএম, রোববার, ১৪ অক্টোবর ২০১৮ | ৪৯৬

ডাকাতির প্রস্তুতিকালে সিরাজগঞ্জে সংঘবদ্ধ ছয় জলদস্যুকে আটক করে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শনিবার গভীর রাতে সদর উপজেলার শিমলা চর এলাকায় যমুনা নদী থেকে নৌকাসহ তাদের আটক করা হয়। রবিবার সকালে তাদের পুলিশে সোপর্দ করা হয়। 

আটককৃত জলদস্যুরা হলেন- হালিম (২৪), তুষার (২০), বেলাল (২৪), সোহাগ (২০), শাহাদত (২৫) ও রনি (২৪)। এদের মধ্যে গণধোলাইয়ে আহত রনি, সোহাগ ও শাহাদতকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানার উপ-পরিদর্শক তরিকুল ইসলাম জানান, শনিবার রাতে যমুনা নদীতে নৌকাযোগে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ডাকাতরা। এলাকাবাসী টের পেয়ে তাদের ঘিরে ফেলে। এক পর্যায়ে ছয়জনকে আটক করে গণধোলাই দেয়। রবিবার সকালে ওই ছয় ডাকাতকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।