চট্টগ্রামে পাহাড় ও দেয়ালধসে নিহত ৩

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৪ এএম, রোববার, ১৪ অক্টোবর ২০১৮ | ৫০৬

চট্টগ্রামে পাহাড়ধসে মা ও মেয়ে নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন একজন। এ ছাড়া দেয়ালধসে একজন নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাতে পৃথক এই ঘটনা ঘটে।

আকবর শাহ থানার ফিরোজ শাহ কলোনিতে ভারী বৃষ্টিতে পাহাড়ধস হয়। দিবাগত রাত আড়াইটার এই ঘটনায় মা ও মেয়ে নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরেক নারী।

নিহত দুজন হলেন নূরজাহান বেগম (৪৩) ও তাঁর মেয়ে ফজর-উন নেসা (৩)। নূরজাহান বেগম ফিরোজ শাহ কলোনির নূর মোহাম্মদের স্ত্রী। নিখোঁজ নারীর নাম বিবি জোহরা।

অন্যদিকে পাঁচলাইশ থানার রহমান নগরে দেয়ালধসে নুরুন নবী (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. জসিম উদ্দীন উভয় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।