সাপাহার জামাননগর বালিকা উচ্চ বিদ্যালয়ে

বাংলাদেশ গার্ল গাইড সাপাহার উপজেলার দিক্ষা অনুষ্ঠিত

সাপাহার নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৪২ পিএম, শুক্রবার, ৫ অক্টোবর ২০১৮ | ৬৮৭

নওগাঁর সাপাহার জামাননগর বালিকা উচ্চ বিদ্যালয়ে গার্ল গাইড এসোসিয়েশন সাপাহার উপজেলার ১০ টি বিদ্যালয়ের ২০০ জন গার্ল গাইডদের দীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে জামাননগর বালিকা বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় চত্বরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য বাবু সাধন চন্দ্র মজুমদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরী,উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী,সাপাহার উপজেলা আওয়ামীলীগের সম্পাদক শাহজান হোসেন,বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নুরুল হক,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোত্তালেব হোসেন,সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আলম শাহ্ প্রমুখ।

এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ শিক্ষক শিক্ষিকা,ছাত্র ছাত্রী,অভিভাবক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন,দীক্ষা অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

পিএইচপি/গোলাপ খন্দকার