রামুতে বন্দুকযুদ্ধে ২ মাদক কারবারি নিহত

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১১:২২ এএম, মঙ্গলবার, ১৪ আগস্ট ২০১৮ | ৫১৯

কক্সবাজারের রামু উপজেলায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ মাদক কারবারি নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় উপজেলার পানেরছড়া ঢালা এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭ কক্সবাজার ক্যাম্পের কমান্ডার মেজর মেহেদী হাসান।

নিহতরা হলেন- মো. নিজাম উদ্দিন (৩০) ও রতন রুদ্র (৩১)। তারা দু’জনেই চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বাসিন্দা।

রামু থানার ওসি মিজানুর রহমান জানান, গুলিবিদ্ধ অবস্থায় দু’জনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এছাড়া ঘটনাস্থল থেকে দেশি-বিদেশি অস্ত্রসহ সাড়ে চার লাখ ইয়াবা উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।