বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ টাঙ্গাইল জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠিত

মোঃ রাশেদ খান মেনন (রাসেল)
প্রকাশিত: ০৫:৩২ পিএম, সোমবার, ৩০ জুলাই ২০১৮ | ৬০০

শিক্ষানবীশ আওয়ামী আইনজীবীদের সংগঠন বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ টাঙ্গাইল জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। মোঃ এরশাদ আলীকে সভাপতি ও দুলাল চন্দ্রকে সাধারন সম্পাদক করে ৩২ সদস্য বিশিষ্ট ওই কমিটি অনুমোদিত হয়।

বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি এ্যাডভোকেট শহীদুল ইসলাম টিটু ও যুগ্ম সাধারন সম্পাদক মোঃ জিয়াউল হক চৌধূরী বাবু সাক্ষরিত এক চিঠির মাধ্যমে টাঙ্গাইল জেলা শাখার ওই পূর্নাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়।

কমিটি অনুমোদন দেয়ায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে কেন্দ্রীয় কমিটির সঠিক দিক নির্দেশনায় আমরা কাজ করতে চাই। ভাল আইনজীবী হিসেবে নিজেদের প্রস্তুত করে মানবাধিকার রক্ষায় মানবতার কল্যানে কাজ করতে সকলের দোয়া,সহয়োগীতা ও ভালোবাসা চাই।