বাসাইলে দুই মাদক বিক্রেতা আটক

বাসাইল (টাঈাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৫৩ পিএম, বুধবার, ১৮ জুলাই ২০১৮ | ৬০২

টাঙ্গাইলের বাসাইলে ৯৪ পিছ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বাসাইল-নলুয়া সড়কের নাইকানীবাড়ী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, সখীপুর উপজেলার যাদবপুর গ্রামের করিম মিয়ার ছেলে পারভেজ (২৪) ও একই এলাকার মিনহাজ মিয়ার ছেলে সজিব (২৬)।

পুলিশ জানায়, বাসাইল থানার উপ-পরিদর্শক মুরাদ হোসেন এবং সহকারি উপ-পরিদর্শক সাইদুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাইকানীবাড়ী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে তারা মাদক বিক্রি করে আসছিল।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।