নাগরপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৮ পিএম, বুধবার, ১১ জুলাই ২০১৮ | ৫৩৬

পরিকল্পিত পরিবার সুরক্ষিত মানবাধিকার এই শ্লোগানকে সামনে নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। বুধবার সকালে এ উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ র‌্যালি, আলোচনা সভা ও সনদ বিতরণের আয়োজন করে।

র‌্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বের হয়ে উপজলো শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য খন্দকার আবদুল বাতেন।

এতে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) আসমা শাহীনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান (মহিলা) জিয়াসমিন আক্তার, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মাহবুবুর রহমান খান, মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডা. প্রিয়াঙ্কা দাস, ডা. আশরাফ আলী, ভাদ্রা ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব প্রমূখ।