বগুড়ায় জেএমবির ২ সদস্য গ্রেপ্তার

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১১:১৬ এএম, রোববার, ১ জুলাই ২০১৮ | ৫৩০

বগুড়ার আদমদিঘী থেকে জেএমবির সামরিক শাখার দুই সদস্য রুবেল হোসেন ও আব্দুল বারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গুলি। 

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, উপজেলার পৌতার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নাশকতার পরিকল্পনা চলছে, এমন সংবাদে সেখানে অভিযান চালায় পুলিশ। 

শনিবার (৩০ জুন) রাত পৌনে ১১টায় তাদের আটক করা হয়। আটক রুবেল ও আব্দুল বারীর বাড়ি চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়। তারা জেএমবির সামরিক শাখার দুই সদস্য বলে জানিয়েছে পুলিশ।