পুলিশের গুলিতে মাদক বিক্রেতা নিহত

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১১:২৫ এএম, বৃহস্পতিবার, ২৬ এপ্রিল ২০১৮ | ৫১৯

মুন্সীগঞ্জের কাটাখালী হায়দ্রাবাদ গ্রামের কাছে বুধবার দিবাগত রাত আড়াইটায় ক্রসফায়ারে শীর্ষ মাদক বিক্রেতা ও ১২ মামলার আসামি সাইফুল ইসলাম ওরেফ বাবা আরিফ (৩৭) নিহত হয়েছে।

মুন্সীগঞ্জ থানার ওসি আলমগীর হোসাইন জানান, রাত আড়াইটার গোলাগুলির এ ঘটনায় দুই পুলিশ এস আই আসলাম ও এএসআই কালাম আহত হন। তাদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থল থেকে পুলিশ দুই রাউন্ড গুলি ভর্তি একটি পিস্তল, দুটি রামদা ও একটি রড উদ্ধার করা হয়।

লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরেশ্বরাই গ্রামের জুলহাস ব্যাপারীর পুত্র আরিফকে বুধবার রাত ১০টায় পুলিশ ১১০ পিস ইয়াবাসহ পাশের দুর্গাবাড়ি গ্রাম থেকে গ্রেফতার করেছে।