কৃষ্টি পিইসিতে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ, সকলের দোয়া প্রার্থী

জুনাইদ উদ্দিন, চকরিয়া সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৫৪ এএম, রোববার, ১৫ এপ্রিল ২০১৮ | ৬১৬
২০১৭ সালের পিইসি পরিক্ষায় অংশগ্রহণ করে চকরিয়া কোরক বিদ্যাপীঠ থেকে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে নওশীন তাবাসসুম কৃষ্টি।
 
গত ৭ এপ্রিল '১৮ ইং তারিখে সরকারি ভাবে ঘোষিত ২০১৭ সালের পিইসি পরিক্ষার ফলাফলের উপর ভিত্তি করে মোট ৫৬৭ নম্বর পেয়ে নওশীন তাবাসসুম কৃষ্টি চকরিয়া কোরক বিদ্যাপীঠ থেকে ট্যালেন্টপুলে বৃত্তিলাভ করে।
 
কৃষ্টি চকরিয়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের ডাঃ নুরুল আলম ও মানিকপুর বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোহিনুর আক্তার এর প্রথম কন্যা। কৃষ্টি ভবিষ্যতে ডাক্তার হয়ে হতদরিদ্র লোকদের চিকিৎসা  করতে চায়। তাই সে শুভাকাংখীদের কাছ থেকে দোয়া কামনা করেন।