করাচিতে বিস্ফোরণ, আহত ৯, নিহত কমপক্ষে ২

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:০৭ পিএম, রোববার, ৮ এপ্রিল ২০১৮ | ৫৩২

পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী করাচির একটি গুড়ের গুদামে ভয়াবহ এক বিস্ফোরণে কমপক্ষে দু'জনের মৃত্যু ও নয়জন আহত হয়েছেন। দেশটির এক কর্মকর্তা একথা জানিয়েছে।

নগরীর জ্যেষ্ঠ পুলিশ সুপারিন্টেন্ডেন্ট শিরাজ নাজির বলেন, শনিবার করাচির শিরিন জিন্নাহ কলোনির কাছে একটি প্রাইভেট কোম্পানির গুড় মজুতকারী গুদামে এই বিস্ফোরণ ঘটে। খবর সিনহুয়া’র।

জিও নিউজ জানিয়েছে, বিস্ফোরণে কয়েক হাজার লিটার তরলীকৃত গুড় ছিটকে চারদিকে ছড়িয়ে পড়ে।

পুলিশ এই বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত করছে।

কর্মকর্তারা জানান, আহতদের সিভিল হসপিটাল করাচিতে পাঠানো হয়েছে। সেখানে তারা চিকিৎসা নিচ্ছেন।