টাঙ্গাইলে এইচএসসি পরীক্ষায়

অসুদপায় অবলম্বন করার অভিযোগে ৩ পরীক্ষার্থী বহিষ্কার

ভূঞাপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৫:১২ পিএম, মঙ্গলবার, ৩ এপ্রিল ২০১৮ | ৬১১

টাঙ্গাইলের ভূঞাপুরে এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে অসুদপায় অবলম্বন করায় অভিযোগে তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

৩ এপ্রিল মঙ্গলবার উপজেলার নিকরাইল শমসের ফকির ডিগ্রী কলেজ কেন্দ্র থেকে ১জন, ভূঞাপুর পাইলট উচ্চ বিদ্যালয় ভেন্যু থেকে মোবাইলে হেডফোনের মাধ্যমে নকল করার কারণে ১জন এবং শহীদ জিয়া মহিলা কলেজ ভেন্যু থেকে ১জনকে বহিষ্কার করা হয়।

এ ব্যাপারে ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ বলেন, মঙ্গলবার এসএসসি পরীক্ষায় বাংলা ২য় পত্রে অসুদপায় অবলম্বন করার অভিযোগে ৩ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।