বেসরকারী শিক্ষা ব্যবস্থা জাতীয়করনের দাবীতে নাগরপুরে শিক্ষকদের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত

নাগরপুর সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৫৭ পিএম, রোববার, ২৩ জুলাই ২০১৭ | ৭২৮
বেসরকারী শিক্ষকদের ৫% ইনক্রিমেন্ট, বৈশাখী ভাতা, পূর্ণ উৎসব ভাতা ও শিক্ষা ব্যবস্থা জাতীয় করনের দাবী টাঙ্গাইলের নাগরপুরে শিক্ষক প্রতিনিধির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে নাগরপুর মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা সানিডেল কিন্ডার গার্টেনের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। নাগরপুর মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মো. আনিসুর রহমান আনিসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, মো. লিয়াকত হোসেন, মো. শাহ আলম সরকার, , মো. শামসুজ্জামান, সমেরেন্দু সাহা প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা উপস্থিত ছিলেন।