জাফর ইকবালকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৩:৫২ পিএম, সোমবার, ৫ মার্চ ২০১৮ | ৫৭৪

অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে দেখতে হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার বেলা পৌনে ১টার দিকে রাজধানী ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল-সিএমএইচে যান তিনি।

ছুরিকাঘাতে আহত হয়ে গত শনিবার থেকে এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ড. মুহম্মদ জাফর ইকবাল। এর আগে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানিয়েছেন, আজ সোমবার বেলা ১২টায় রাজধানী ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল-সিএমএইচে যাবেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, গত শনিবার ৩ মার্চ বিকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক অনুষ্ঠানে শিক্ষার্থী ও পুলিশের উপস্থিতিতে জাফর ইকবালের ওপর হামলা হয়।

ফয়জুর রহমান ফয়জুল নামে এক তরুণ ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে। এরপর তাকে প্রথমে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর ড. জাফর ইকবালকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে সিএমএইচে নিয়ে আসা হয় রাতেই। বর্তমানে তিনি সুস্থ আছেন।