নির্বাচন সময়মতো হবে কিনা, শঙ্কা তারেক রহমানের

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৯:৪২ পিএম, রোববার, ২ নভেম্বর ২০২৫ | ২৩৬
ফাইল-ছবি

আগামী জাতীয় সংসদ নির্বাচন ঠিক সময়ে হবে কি না, তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ রোববার (২ অক্টোবর) রাতে রাজধানীর লেকশোর হোটেলে এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন।

তারেক রহমান বলেন, কৌশল ও অপকৌশলের মধ্যে পার্থক্য না বুঝলে, শেষ পর্যন্ত কোনো অগণতান্ত্রিক কিংবা অপশক্তির কাছে বিনা শর্তে আত্মসমর্পণের পথে হাটতে হয় কি-না, এমন শঙ্কাও রয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, পরাজিত পলাতক স্বৈরাচারের শাসন আমলে জনগণের জাতীয় নির্বাচন নিয়ে কোনোই আগ্রহ ছিল না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় জনমনে কোনো কোনো ক্ষেত্রে জিজ্ঞাসা বাড়ছে, যথাসময়ে কি নির্বাচন হবে?... এমন তো হবার কথা ছিল না।

বিএনপি শিগগিরই ৩০০ আসনের প্রার্থী চূড়ান্ত করবে উল্লেখ করে তারেক রহমান বলেন, আগামী নির্বাচনে দল যাকে মনোনয়ন দেয়, সবাই নিজেদের রেষারেষি ভুলে তাকে মেনে নিতে হবে। শিগগিরই ঘোষণা করা হবে বিএনপির ৩০০ আসনের মনোনয়ন। দেশ এবং জনগণের স্বার্থে দল যাকে মনোনয়ন দেবে, তাকে মেনে চলা উচিত।

সুত্র: বণিক বার্তা