সরকার অন্যায়কারীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে না: তারেক রহমান

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১০:১৫ পিএম, শনিবার, ১২ জুলাই ২০২৫ | ৬৭১

অন্তর্বর্তী সরকার অন্যায়কারীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে না, এমন প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১২ ‍জুলাই) রাজধানীর একটি হোটেলে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদলের শহীদদের স্মরণে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ প্রশ্ন তুলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এ অনুষ্ঠানের আয়োজন করে।

তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারকে আমরা বারবার বলেছি অন্যায়কারী যেই হোক আমরা প্রশ্রয় দেব না। সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের জানমালের হেফাজত করা। যে ঘটনাটি ঘটেছে আমরা খুব আশ্চর্যের সঙ্গে লক্ষ করেছি, যাকে দেখেছি স্ক্রিনে (ভিডিও ফুটেজে), যাকে দেখেছি হত্যা করছেন, তাকে কেন সরকার এখন পর্যন্ত অ্যারেস্ট করেনি?

সুত্র:বণিক বার্তা