টাঙ্গাইল জেলা পূজা উদযাপন পরিষদের সাথে পুলিশের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:০৮ পিএম, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪ | ৩৮৯

আসন্ন দুর্গা পূর্জা উপলক্ষে জেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান পরিষদের নেতৃবৃন্দের সাথে টাঙ্গাইলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইসের মাল্টিপারপাস শেডে এ সভার আয়োজন করা হয়।

পুলিশ সুপার সাইফুল ইসলাম শানতু’র সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দীন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ,  জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গুন ঝন্টু এবং মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম জেলা শাখার সহকারী প্রকল্প পরিচালক রমেশ চন্দ্র সরকার প্রমুখ।

এসময় জেলার সকল উপজেলার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা আসন্ন দুর্গা পূর্জা সুষ্ঠু করার লক্ষে বিভিন্ন প্রদক্ষেপ দেয়ার আহবান জানান।