নাগরপুরে টিটিসির কোর্সের ১ম ব্যাচের উদ্বোধন

নাগরপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৩৯ পিএম, সোমবার, ১০ জুলাই ২০২৩ | ৬৮১

টাঙ্গাইলের নাগরপুরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনট্যানেন্স কোর্সের ১ম ব্যাচের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার দুপুরে টিটিসি ভবণের হল রুমে উদ্বোধন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

নাগরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) প্রিন্সিপাল মো. আফছার উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল- ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু ।

এসময় আরো বক্তব্য রাখেন, দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান মারুফ, মনা ফিনান্সিয়াল কনসাল্টেন্সি ও সিকিউরিটিজ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক আরিয়ান ইসলাম, প্রমুখ।