টাঙ্গাইলে অনুষ্ঠিত হয়েছে সরস্বতী পূজা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩৯ পিএম, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩ | ৪৯২

টাঙ্গাইলে বৃহস্পতিবার বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতী পূজা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে উদযাপন করা হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব, মন্দির ও সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়।

সরস্বতী পূজাকে কেন্দ্র করে প্রতিটি মন্ডপে ঢাকের শব্দ আর উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠে। ভোওে পূজারীরা স্নান করে পবিত্র হয়ে পূজা মন্ডপে পূজার পুরোহিতকে সহযোগিতা করেন এবং দেবী সরস্বতীর পায়ে পুষ্পাঞ্জলী অর্পণ করেন। পূজা শেষে সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

পূজা উপলক্ষে মন্ডপগুলোতে করা হয়েছে আলোকসজ্জা।