বাসাইলে তমছের আলী ফাউন্ডেশনের কম্বল বিতরণ

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৪৯ পিএম, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩ | ৫৬৪
টাঙ্গাইলের বাসাইলে হত-দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
 
সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলা সদর ইউনিয়নের নাইকানীবাড়িতে তমছের আলী ফাউন্ডেশনের উদ্যোগে হত-দরিদ্রদের মধ্যে ৩৫০টি কম্বল বিতরণ করেন তমছের আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম আল মামুনের ছোট ভাই বাসাইল সদর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি শরিফুল ইসলাম সোহেল।
 
শরিফুল ইসলাম সোহেল বলেন,শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। মানুষের শীতের কষ্ট লাঘবে আমাদের নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র বিতরণ করছি।হত-দরিদ্র মানুষের পাশে দাঁড়ালে দরিদ্র মানুষ গুলোর মুখে কিছুটা হলেও হাসি ফোটানো সম্ভব।মানুষের প্রয়োজনে আমি সব সময় পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকবো।