টাঙ্গাইলে দেশীয় চোলাই মদসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪৯ পিএম, শনিবার, ২৫ জুন ২০২২ | ৪৮৮

টাঙ্গাইল পৌর শহরে ৯০ লিটার দেশীয় চোলাই মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

শনিবার সকালে পৌর শহরের বেবীস্ট্যান্ড কান্দাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত হলেন ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার মঠবাড়ী গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে সানি (২৭)।

এসময় ৯০ লিটার দেশীয় চোলাই মদ, একটি মোবাইল, ২টি সিম কার্ডসহ তাকে হাতেনাতে আটক করে।

র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানান, আটককৃত বহুদিন ধরে মাদক দ্রব্য দেশীয় চোলাই মদ অবৈধভাবে সংগ্রহ করে টাঙ্গাইল জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে বিক্রি করে আসছিলো। তার বিরুদ্ধে সদর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।