ছাত্রদলের হামলার প্রতিবাদে টাঙ্গাইলে ছাত্রলীগের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩২ পিএম, রোববার, ২৯ মে ২০২২ | ৫৭২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের উপর বহিরাগত ছাত্রদল ক্যাডারদের সশস্ত্র হামলার প্রতিবাদ এবং সকল শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে টাঙ্গাইলে ছাত্রলীগের মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে।

আজ রোববার সকালে টাঙ্গাইল শহরের শহীদ মিনারের সামনে জেলা ছাত্রলীগ এ কর্মসূচির অয়োজন করে।

 মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান, সাধারণ সম্পাদক ইলিয়াস হাসান, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি কাউম চাকলাদারসহ আরোও অনেকে। এসময় জেলা ছাত্রলীগ, সদর উপজেলা ও শহর ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপর মানববন্ধন শেষে একটি মিছিল বের হয় মিছিলটি শহরের গুরুত্ব পূর্ণ সড়ক প্রদক্ষিন করে পুনরায় শহীদ মিনার প্রাঙ্গনে এসে শেষ হয়।