এমপি ছানোয়ারের সুস্থতা কামনায় সদর উপজেলা আ’লীগের দোআ মাহ্ফিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২২ পিএম, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২ | ৭৬৫

টাঙ্গাইল জেলা আ’লীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মো. ছানোয়ার হোসেন এর সুস্থতা কামনা করে দোআ মাহ্ফিল অনুষ্টিত হয়েছে।

শনিবার (২৯ জানুয়ারী) বাদ মাগরিব টাঙ্গাইল সদর উপজেলা আ’লীগের আয়োজনে জেলা আওয়ামীলীগের কার্যলয়ে দোআ মাহ্ফিল পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ মিজানুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আ’লীগের সহ-সভাপতি শামসুল হক,দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম খান,জেলা যুব লীগের সভাপতি  রেজাউর রহমান চঞ্চল, শহর আ’লীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ, সদর উপজেলা আ’লীগের সভাপতি আমিরুল ইসলাম খান,সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খান তোফা,শহর আ’লীগের সহ-সভাপতি আকরাম হোসেন কিসলু, শহর আ’লীগের প্রচার ও প্রকাশনা বিষায়ক সম্পাদক কাজী শফিকুল মওলা দোয়েল, ছিলিমপুর ইউনিয়নের চেয়ারম্যান সাদেক হোসেন,মাহমুদ নগরের সাবেক চেয়ারম্যান আমিরুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য গত সোমবার (২৪ জানুয়ারি) সংসদে নমুনা দেন সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন। মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকালে পরীক্ষার রিপোর্টে করোরা পজিটিভ ধরা পড়ে। বর্তমানে তিনি ঢাকার বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। বুস্টার ডোজ নিয়েও করোনায় আক্রান্ত হয়েছেন এমপি। সুস্থতা কামনায় টাঙ্গাইলবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।