শার্শা সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠিত

বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৫৮ পিএম, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২ | ৫৯৩

উৎসব মুখর পরিবেশে যশোরের শার্শা উপজেলার ১০ নং সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান কবীর উদ্দীন তোতার দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ই জানুয়ারি) দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে এই দায়িত্বভার গ্রহণের আয়োজন করা হয়। ১০ নং সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান কবীর উদ্দীন তোতার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮৫, যশোর-১ শার্শা আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সালেহ আহমেদ মিন্টু, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।