মওলানা ভাসানীর মাজারে বিপ্লবী ছাত্র ইউনিয়নের শ্রদ্ধা নিবেদন

স্টার্ফ রিপেটার
প্রকাশিত: ০৩:৪৫ পিএম, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১ | ৫৮০

টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে শ্রদ্ধা নিবেদন করেছে বিপ্লবী ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি। 

বৃহস্পতিবার বেলা ১০ টা ৩০ মিনিটে মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর দোয়া ও মোনাজাত  করা হয়।

এ সময় ন্যাপ ভাসানীর চেয়ারম্যান হাসরত খান ভাসানী, যুগ্ম-মহাসচিব মোঃ আলাউদ্দিন, কোষাধ্যক্ষ ডা. আব্দুল করিম, প্রধান শিক্ষক (অব.) নুরু, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন, বিপ্লবী ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির আহবায়ক মোঃ শামীম আল মামুন ও সদস্য সচিব শফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।