টাঙ্গাইলে স্ত্রীকে হত্যার তিন দিন পর স্বামীর আত্মহত্যা

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০৪:০৩ পিএম, সোমবার, ২৩ আগস্ট ২০২১ | ৪৭৪

টাঙ্গাইলের দেলদুয়ারে স্ত্রীকে হত্যা করার তিন দিন পর স্বামী আলফাজ মিয়া (৪৫) আত্মহত্যা করেছে। সোমবার (২৩ আগস্ট) উপজেলার এলাসিন তার নিজ বাড়ির কাঁঠাল গাছ থেকে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ।

বিষয়টি দুপুরে দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন নিশ্চিত করেছেন।

নিহত আলফাজ মিয়া এলাসিন ইউনিয়নের আগ এলাসিন গ্রামের মৃত রজব আলীর ছেলে।

দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন বলেন, গত ২০ আগস্ট আটিয়া বৃদ্ধাশ্রমের পুকুর থেকে স্ত্রী বানু বেগমের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার প্রধান আসামী ছিলেন স্বামী আলফাজ মিয়া। সকালে আলফাজ উদ্দিনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।