কুমুদিনী কলেজে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণারের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪১ পিএম, শনিবার, ১৪ আগস্ট ২০২১ | ৬৮২

টাঙ্গাইল শহরের ঐতিহ্যবাহী কুমুদিনী সরকারি কুমুদিনী কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ কর্ণারের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৪ আগস্ট) দুপুরে এ কর্ণারের উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল-৫ সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন।

পরে শিক্ষক মিলনায়তনে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুল মান্নানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আলীম আল রাজী, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম প্রমুখ।
এ সময় কলেজের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।