টাঙ্গাইলে একদিনে ১২৬জন করোনায় আক্রান্ত 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৫ এএম, শুক্রবার, ২৫ জুন ২০২১ | ১৭৩৯

টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় ৫৪১ জনের নমুনা পরীক্ষায় ১২৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। টাঙ্গাইল সদরে ৪৯ জন, মধুপুরে ১৪ জন, কালিহাতী ও মির্জাপুরে ১২ জন করে, ধনবাড়ি ও সখীপুরে ৯ জন করে, দেলদুয়ারে ৬ জন, বাসাইল ও নাগরপুরে ৫ জন করে, ঘাটাইলে ৪ জন, এবং গোপালপুর একজন রয়েছেন।

এ নিয়ে শুক্রবার সকাল পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ৬৮৪৫ জন। করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় একজন মারা গেছেন।

এ পর্যন্ত মারা গেছেন মোট ১০৬ জন। আরোগ্য লাভ করেছেন ৪৪৬৬ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৫০৮ জন। মোট কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ২৫২৫৪ জন।

টাঙ্গাইলের সিভিল সার্জনের কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।