চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে রোজা

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৫:৪৫ পিএম, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১ | ৯৮৩

বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে বুধবার (১৪ এপ্রিল) থেকে শুরু হচ্ছে রোজা।

মঙ্গলবার (১৩ এপ্রিল) বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বিষয়টি নিশ্চিত করেন।

রমজানের চাঁদ দেখা যাওয়ায় মঙ্গলবার রাতে সেহরি খেয়ে বুধবার প্রথম রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসলমান।  

এদিকে, মঙ্গলবার রাতের এশার নামাজের পর শুরু হবে তারাবির নামাজ। এ উপলক্ষে মসজিদে মসজিদে তারাবি নামাজ আদায়ে বিভিন্ন প্রস্তুতিমূলক কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে।

করোনা পরিস্থিতি মোকাবিলায় পবিত্র রমজানে তারাবির নামাজে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ ২০ জন মুসল্লি অংশ নিতে পারবেন।