ধনবাড়ীতে ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৩৪ পিএম, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১ | ৫১১

টাঙ্গাইলের ধনবাড়ীতে ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের বাজিতপুর জুম্মাবাড়ী জামে মসজিদের আয়োজনে মসজিদ প্রাঙ্গণে সোমবার রাতে ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়।

দিগপাইত শামছুল হক ডিগ্রী কলেজের অধ্যক্ষ সোহরাফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীরতারা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি।

এসময় আরো বক্তব্য রাখেন, মসজিদের সভাপতি সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম, কদমতলী বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক পিয়ার উল্ল্যাহ, সাংবাদিক হাফিজুর রহমান, মসজিদের পেশ ইমাম তোফাজ্জল হোসেন সহ অন্যান্য অতিথিবৃন্দ।

বক্তারা সম্মেলনে ইসলামের নানা দিক তুলে ধরে অলোচনা করেন। এসময় এলাকার সকল ধর্মপ্রাণ মুসুল্লিরা উপস্থিত ছিলেন।