শাহজালালে মাটি খুঁড়ে ২৫০ কেজি ওজনের বোমা উদ্ধার


প্রকাশিত: ০৮:৫৪ পিএম, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০ | ৬১৬

রাজধানী ঢাকায় হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের মাটি খোঁড়ার সময় একটি যুদ্ধকালীন বোমা পাওয়া গেছে।

আজ বুধবার (৯ ডিসেম্বর) সকালে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজের পাইলিং-এর সময় শ্রমিকরা মাটির প্রায় ৩ মিটার গভীরে সিলিন্ডারের মতো বোমা দেখতে পায়। বিষয়টি তারা কর্তৃপক্ষকে জানায়।

বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বিষয়টি বিমান বাহিনীর ঘাঁটি বঙ্গবন্ধুর বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানানো হলে তারা ঘটনাস্থলে এসে নিশ্চিত করে এটি একটি বোমা। যার ওজন প্রায় ২৩০ কেজি। প্রাথমিকভাবে তারা বোমাটি নিষ্ক্রিয় করে। এখন এটিকে পুরোপুরি নিষ্ক্রিয় করার জন্য বিমান বাহিনীর ময়মনসিংহ রসুলপুর ঘাঁটিতে নিয়ে যাওয়া হবে। ঘটনাস্থল নিরাপদ আছে।