ধর্ম প্রতিমন্ত্রী হচ্ছেন ফরিদুল হক খান

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৯:০০ এএম, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০ | ৪৯০
 
ধর্ম মন্ত্রণালয়ের নতুন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন জামালপুর-২ আসনের সাংসদ মো. ফরিদুল হক খান। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় তার শপথ নেওয়ার কথা রয়েছে।


উল্লেখ্য, গত ১৩ জুন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মৃত্যুর পর থেকে ধর্ম মন্ত্রণালয় মন্ত্রিশূন্য রয়েছে।

ফরিদুল হক খান দুলাল বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে জামালপুর-২ আসন (ইসলামপুর) থেকে নবম, দশম ও একাদশ জাতীয় সংসদে নির্বাচিত সদস্য। তিনি ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।