টাঙ্গাইলে আরও ১৭ জন করোনায় আক্রান্ত

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০২:১৪ পিএম, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০ | ৯৪০

টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় নতুন করে ১৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে মির্জাপুরে ৬জন, ঘাটাইলে ৫জন, টাঙ্গাইল সদর ও ধনবাড়িতে ২ জন করে, সখীপুর ও গোপালপুরে একজন করে রয়েছেন।

এ নিয়ে বুধবার সকাল পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা মোট ৩০৪০ জন। করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ৫৬জন। আরোগ্য লাভ করেছেন ২৪৪৯ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৯২ জন।

মোট কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ২১১১৪ জন।

টাঙ্গাইলের সিভিল সার্জনের কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।