ঝিনাইদহে শিশু ধর্ষণে অভিযুক্ত বৃদ্ধের আত্মহত্যা

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ০১:১২ পিএম, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০ | ৬৬৭

ঝিনাইদহের শৈলকুপায় টাকার লোভ দেখিয়ে ৬ বছরের এক শিশুকে ধর্ষণে অভিযুক্ত কালাম শাহ (৬৫) আত্মহত্যা করেছেন। 

আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার মনোহরপুর ইউনিয়নের বিঞ্চুদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। কালাম শাহ ওই গ্রামের মৃত আইনউদ্দীন শাহর ছেলে।

স্থানীয়রা জানান, ভোর সাড়ে ৫টার দিকে ওই গ্রামের শিক্ষার্থী রাশেদ কোচিংয়ে যাচ্ছিল। সে রাস্তার পাশে আম গাছের ডালে কালাম শাহকে ঝুলে থাকতে দেখে চিৎকার দিয়ে দৌড়ে পাশের বাড়িতে গিয়ে ঘটনাটি বলতে বলতে অজ্ঞান হয়ে পড়ে। 

কালাম শাহ লোকলজ্জার ভয়ে শেষ রাতের দিকে আম গাছের ডালে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন স্থানীয়রা। 

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠিয়েছে।