নাটোরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারিদের মাঝে জেলা প্রশাসনের খাদ্য সহায়তা প্রদান

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০২:২৬ পিএম, সোমবার, ২০ জুলাই ২০২০ | ৫২৩

নাটোরে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৫০ জন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারিদেরকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার বেলা সাড়ে এগারোটায় নাটোর কালেক্টোরিয়েট স্কুল এন্ড কলেজে জেলা প্রশাসনের পক্ষে স্থানীয় সরকারের উপ-পরিচালক গোলাম রাব্বি ও নেজারত শাখার ডেপুটি কালেক্টর জাকির মুন্সী এই সহায়তা প্রদান করেন। খাদ্য সহায়তার মধ্যে ছিল চাউল, আলু, ডাল ও তেলসহ বিভিন্ন সামগ্রী। 

স্থানীয় সরকারের উপ-পরিচালক গোলাম রাব্বি বলেন, করোনা ভাইরাসে অবসর প্রাপ্ত সরকারী কর্মচারীরা অনেকেই বিভিন্ন সমস্যায় আছে। তাই আসন্ন ঈদকে সামনে রেখে এই সহায়তা কিছুটা হলেও উপকারে আসবে। ভবিষ্যতেও তাদের প্রতি সদয়দৃষ্টি দেয়া হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাটোর অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদের নেতা মনিমুল হক।