নাটোরে আওয়ামী লীগ নেতার মাস্ক ও স্যানিটাজার বিতরণ

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০১:৫৩ পিএম, বুধবার, ৮ জুলাই ২০২০ | ৬৭৯

করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি লক্ষে নাটোর পৌরসভার মেয়র পদ প্রার্থীর তেবারিয়া সুগারমিল থেকে ষ্টেশন বাজার পর্যন্ত দোকান, অটোচালক, রিক্সাচালক, পথচারী, বিভিন্ন শ্রেনীর মানুষের মাঝে জনসচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়েছে।

এছাড়াও এক হাজার হ্যান্ড সেনিটাইজার ও  এক হাজার মাস্ক বিতরণ করা হয়। আজ বুধবার সুগারমিলের সামনে বাজারে, তেবারিয়া হাটে ও হুগলবাড়িয়া ষ্টেশন বাজার ছায়াবাণী সিনেমা হল মার্কেটে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি লক্ষে হ্যান্ড সেনিটাইজার ও মাস্ক বিতরণ করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মর্ত্তজা আলী বাবলু।

এসময় উপস্থিত ছিলেন নাটোর জেলা শ্রমিক লীগের সভাপতি মইনুল হক, তেবারিয়া ৮নং ওয়ার্ড পৌর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম, তেবারিয়া ৯নং ওয়ার্ড পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মিজানুর রহমান ,তেবারিয়া ৯ নং ওয়ার্ড পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন, ছাত্রনেতা গোলাম রাব্বানী প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন যুবলীগ, ছাত্রলীগ ও স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মী।