ঘরের ভেতর স্ত্রীসহ ধনকুবেরের লাশ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৫৯ এএম, রোববার, ১৭ ডিসেম্বর ২০১৭ | ৪৭৮

কানাডার টরন্টোতে নিজ বাসা থেকে ধনাঢ্য ব্যবসায়ী ব্যারি শেরম্যান ও তার স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জনসেবক হিসেবেও খ্যাতি ছিল শেরম্যানের।

তাদের মৃত্যুকে টরন্টো পুলিশ সার্ভিস রহস্যজনক বলে মনে করছে।

কানাডার স্বাস্থ্যমন্ত্রী ড. এরিক হসকিন টুইটারে লিখেছেন, আমি শোক জানানোর ভাষা হারিয়ে ফেলেছি। আমার বন্ধু ব্যারি এবং হানি শেরম্যান মারা গেছেন। খুব ভালো মানুষ ছিলেন তারা, ছিলেন জনসেবক, স্বাস্থ্যখাতের অসাধারণ নেতা ছিলেন। বাঁচার জন্য আমাদের এই রাজ্যকে আরও সুন্দর করেছিলেন তারা।

পুরো পরিস্থিতি সন্দেহজনক উল্লেখ করে সেই ধারায় তদন্ত চলছে বলেও জানিয়েছেন তিনি।

সিটিভির প্রতিবেদন অনুসারে, শেরম্যান ছিলেন জেনেরিক ড্রাগমেকার অ্যাপোটেক্সের চেয়ারম্যান।